Skip to content

বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে মহান কূটনীতিক ছিলেন

এশিয়া বার্তা, ২১ ডিসেম্বর, ২০২১ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান কূটনীতিক ছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর কূটনৈতিক দূরদর্শিতা থেকেই আমাদের পররাষ্ট্র নীতি করেছিলেন, “সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়।”
ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার ও জোট নিরপেক্ষতার কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রনালয় এই নীতিগুলোর ভিত্তিতেই আমাদের বৈদেশিক সম্পর্কের কাজ করে যাচ্ছে বলে ড. মোমেন উল্লেখ করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় গতকাল সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজীর আহমেদ ও এম, এ, কাশেম এবং শহিদ মুনীর চৌধুরীর সন্তান মোঃ আসিফ মুনীর চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করেন।
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মুহম্মদ ইসমাইল হোসেন।