Monday, December 2, 2024

Top 5 This Week

Related Posts

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ নিহত ৬

আজ রবিবার ভোরে বগুড়ার শেরপুর এলাকায়  বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এক ঘটনায় ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া অভিমুখী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের দুই চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles