Wednesday, November 27, 2024

Top 5 This Week

Related Posts

ফের ঝড়ের পূর্ভাবাস আবহাওয়া অধিদপ্তরের

আবহাওয়া অধিদপ্তর ফের ঝড়ের পূর্বাভাস  দিয়েছে। ইয়াসের রেশ কাটার আগেই আবারো ঝড়ের সম্ভাবনার সংকেত দিয়ে অধিদপ্তর দেশের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে। কোথাও ২ নম্বর আবার কোথাওবা ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ৩১ মে সোমবার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্য স্থানে একই দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপের এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles