Skip to content

‘ফুলমনির মাই, পার্টির প্রচার লেখতে দিব নাই’, মানভূইয়ার হিট গানই কুড়মিদের প্ৰতিবাদের ভাষা

'ফুলমনির মাই, পার্টির প্রচার লেখতে দিব নাই', মানভূইয়ার হিট গানই কুড়মিদের প্ৰতিবাদের ভাষা

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোট এলেই ‘ফুলমনির মাই’! গত বিধানসভা নির্বাচনেও মানভূইয়া ভাষায় গাওয়া ‘ফুলমনি মাই’র গান পুরুলিয়ায় ভোটের বাজার কাঁপিয়েছিল। রীতিমতো পাল্লা দিয়েছিল ‘টুম্পা সোনার’ সঙ্গে। এবার জঙ্গলমহল পুরুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election) সমান প্রাসঙ্গিক ওই ‘ফুলমনির মাই’। বিধানসভা নির্বাচনের মতো এবারও সেই দেওয়াল জুড়েই বিরাজ করছে ফুলমনির মা। তবে এবার মানভূইয়া ভাষার হিট গানকে পঞ্চায়েত ভোটে কুড়মিরা তাদের প্রতিবাদ, আন্দোলনের হাতিয়ার করে নিয়েছেন।

সেই এপ্রিল মাসের মাঝামাঝিতেই আদিবাসী কুড়মি সমাজ ঘোষণা করেছিল, কুড়মি জনজাতির মানুষজনদের দেওয়ালে কোন রাজনৈতিক দলের প্রচার করতে দেওয়া হবে না। ওই ঘোষণার পর এই বিষয়টি দেওয়াল জুড়ে রাঙিয়ে দিচ্ছিলেন কুড়মিরা। এবার পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কুড়মিদের সেই কথা মানুষের মনে সহজে পৌঁছে দিতে জঙ্গলমহলের হিট গান ‘ফুলমনির মাই’-কেই অন্যতম অস্ত্র করল আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি জনজাতির দেওয়াল শিল্পীরা কল্পনায় থাকা ‘ফুলমনির মাই’ কে দেওয়ালে এঁকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার বন্ধ করার স্পষ্ট বার্তা দিচ্ছে। পুরুলিয়া জুড়ে বিভিন্ন দেওয়ালে দেখা যাচ্ছে, “ফুলমনির মাই পার্টির প্রচার লেখতে দিব নাই।” কোথাও আবার লেখা, “ফুলমনির মাই ইবার ভোটে লেখতে দিব নাই।”

[আরও পড়ুন: রাজনীতির যুদ্ধে বিশেষভাবে সক্ষম যুবক, গ্রাম পঞ্চায়েতে TMC প্রার্থী পুরুলিয়ার ‘সব্যসাচী’]

মানভূইয়া ভাষায় জনপ্রিয় গানের সঙ্গে কুড়মিদের প্রতিবাদ জঙ্গলমহলের দেওয়াল জুড়ে ছড়িয়ে যাওয়ায় যেন অন্য মাত্রা পেয়েছে। রাজনৈতিক দলগুলির প্রচার বন্ধ করার শুধু বার্তায় নয়, ফুলমনির মায়ের গানের বিষয়টি তুলে ধরে মানভূম সংস্কৃতিকেও তুলে ধরছেন কুড়মিরা। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, “শুধু জনপ্রিয় গানের বিষয়টি আমরা তুলে ধরে আমাদের প্রতিবাদের কথা মানুষকে পৌঁছে দিচ্ছি তা নয়। ‘ফুলমনির মাই’ গানের মধ্যে দিয়ে মানভূঁইয়া সংস্কৃতি রয়েছে। আমাদের সামাজিক আন্দোলনের কর্মসূচিতেও সেই বিষয়টি তুলে ধরে আরও বেশি করে এই সংস্কৃতির প্রচার প্রসারের বার্তা দিচ্ছি আমরা। সেই সঙ্গে আমাদের প্রশ্ন মানভূঁইয়া সংস্কৃতিকে কেন রক্ষা করতে পারছে না রাজনৈতিক দলগুলি? কেন উপেক্ষিত করে রেখেছে এই জবাবও দিতে হবে।” সবে মিলিয়ে পঞ্চায়েত ভোটের বাজারে মানভূইয়া ভাষায় গাওয়া ‘ফুলমনির মাই’ যেন নতুন করে সুপার ডুপার হিট!

২০২১ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ এই গানের ভিডিও রিলিজ হয়। এই গানের ভিডিওতে মূলত দাম্পত্য কলহ, খুনসুটি, প্রেম, ভালবাসা রয়েছে। সেই কারণেই এই গান যেন আরও জনপ্রিয়, “এগো এ ফুলমণির মাই এখনও সাথ-ই হল নাই/ এগো এ ফুলমনির বাপ, টুকু লাগাছি মেক আপ/ তোরা কেন বুঝ নাই / বাইরাছি গো বাইরাছি সিঁদুরটা লাগাই।” জঙ্গলমহলের পুরুলিয়ায় শিশু থেকে বড়দের মনে গেঁথে যাওয়া এই গান পঞ্চায়েত ভোটের বাজারে এখন কুড়মিদের প্রতিবাদের ভাষা হয়ে দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে।

[আরও পড়ুন: ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি’, ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব মমতা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



বার্তা সূত্র