Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে রেড ক্রসের বাস পৌঁছেছে রামাল্লায়


▶️ গাজায় ১৫ মাসব্যাপী যুদ্ধের পরিসমাপ্তির লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির সর্বসাম্প্রতিক পর্যায়ে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কয়েক ঘন্টা পর ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরা রামাল্লায় পৌঁছেছে। শনিবার, ১ ফেব্রুয়ারি।

বন্দি-বিনিময়ের অংশ হিসাবে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার কথা ছিল; এদেরই প্রথম দফার বন্দিরা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় একটি বাস থেকে নামে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় থাকা বিশাল জনতা আনন্দ-জোয়ারে ভেসে যায় এবং তাদের স্বাগত জানায়।

আগের হস্তান্তর চলাকালে (বৃহস্পতিবার) যেমন বিশৃঙ্খলার দৃশ্য দেখা গিয়েছিল, শনিবার তেমন কিছু ঘটেনি; গাজায় উত্তাল জনতার মধ্য থেকে জিম্মিদের আড়াল করে নিয়ে যেতে হামাস রক্ষীরা হিমশিম খেয়েছিল গতবার। (রয়টার্স)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়