ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিলকে নিউ অরলিন্সে নববর্ষের দিন ঘটা হামলার স্থান পরিদর্শন করতে দেখা যাচ্ছে। সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫।
নিউ অরলিন্সের বোর্বন স্ট্রিটে যুক্তরাষ্ট্রের সাবেক এক সৈন্য একটি ট্রাক নিয়ে মানুষের ভিড়ে উঠে পড়লে কমপক্ষে ১৪ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন।
বাইডেন দম্পতি একটি চার্চের স্মরণসভায় যোগ দেওয়ার আগে বোর্বন স্ট্রিটে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ফার্স্ট লেডি একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে ফুলের তোড়া অর্পণ করেন, এবং প্রেসিডেন্ট তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রার্থনারত হয়ে নিজের বুকে ক্রসের চিহ্ন আঁকেন।
পূর্বসূরীদের মতো বাইডেনও তার শাসনামলে প্রাকৃতিক বিপর্যয় বা সহিংসতার শিকারদের প্রতি সমবেদনা জানাতে একাধিক সফর করেছেন।
বাইডেনের প্রথম স্ত্রী ও শিশু কন্যা একটি গাড়ি দুর্ঘটনায় এবং তার এক পুত্র ক্যান্সারে মারা যায়।