যুক্তরাষ্ট্র কংগ্রেস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্পের বিজয়কে প্রত্যয়িত করার জন্য সোমবার অধিবেশনে বসছে।
দেশের ৫০টি রাজ্যের প্রতিটির ফলাফল গণনা পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট, যার ফলে হ্যারিস নিজেই তাঁর পরাজয়ের ফলাফল প্রত্যয়িত করবেন।
দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া ছিল একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু চার বছর আগে ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন ক্যাপিটল হামলা করে ভবন তছনছ করে, যাতে ১৪০ জনের মত পুলিশ আহত হয় এবং আইনপ্রণেতারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।
একই ঘটনা সোমবার হবে বলে কেউ ধারণা করছে না। হ্যারিস পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের উপর জোড় দিয়েছেন।
তবে কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে এবং ক্যাপিটল ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে।
রবিবার হোয়াইট হাউসে বক্তব্য দেয়ার সময় বাইডেন বলেন যে ২০২১ সালের ৬ জানুয়ারি যা হয়েছিল তা ছিল “আমেরিকান ইতিহাসে কঠিনতম দিনগুলোর একটি।”
“আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে, স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর,” বাইডেন বলেন।
তিনি যোগ করেন যে চার বছর আগে ট্রাম্পের আচরণ “গণতন্ত্রের প্রতি প্রকৃত হুমকি” ছিল। ট্রাম্প তখন বার বার দাবী করেছিলেন যে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, যা সত্য ছিল না।
“আমি আশা করছি আমরা সেটা কাটিয়ে উঠেছি,” বাইডেন বলেন।
ক্যাপিটল ভবন হামলার দায়ে ১,৫০০’র বেশি লোককে অভিযুক্ত করা হয়ে হয়েছে। ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পর দ্রুত ক্ষমা ঘোষণা করার অঙ্গীকার করেছেন।