ঢাকা, ১৩ জানুয়ারি, ২০৩১ (বাসস): ‘প্রিয় প্রতিপক্ষ’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগামী ২০ জানুয়ারী প্রথম ওয়ানডে দিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে টাইগাররা।
আজ মিরাজ বলেন, ‘দলটা ওয়েস্ট ইন্ডিজ হওয়ায় আমার জন্য কিছু সুযোগ থাকছে।’
‘ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বশেষ বাংলাদেশ সফরে আমি টেস্ট ও ওয়ানডেতে ভাল করেছিলাম।’
পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দলের ২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে ও টেস্ট উভয় সিরিজেই ভাল করেছিলেন মিরাজ।
সে সময় দুই টেস্ট সিরিজে ক্যারিবিয় দলকে হোয়াউটওয়াশ করেছিল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল স্বাগতিকরা ২-১ ব্যবধানে।
সিমিত ও লংগার ভার্সন উভয় সিরিজ জয়েই বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন মিরাজ। দুই টেস্ট সিরিজের এক ম্যাচে ১১৭ রানে ১২টিসহ মোট ১৫ উইকেট শিকার করেছিলেন এ স্পিনার। টেস্ট ক্রিকেটে এখনো যা বাংলাদেশের ইতিহাসে সেরা বোলিং পারফরমেন্স।
ওয়ানডে সিরিজে ৬ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন মিরাজ।
একই সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য ভাল করতে পারেননি তিনি। ১-২ ব্যবধানে পরাজিত হওয়া সিরিেিজ তিনি মাত্র ১ উইকেট পেয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্টে এ পর্যন্ত মাত্র ১৮ গড়ে ২৫ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার। পক্ষান্তরে ১০ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। অন্য কোন প্রতিপক্ষের বিরুদ্ধে এ দুই ভার্সনে এতটা সাফল্য পাননি মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিসংখ্যানই মিরাজের সাফল্যের কথা বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের পরই যেন হারিয়ে যান তিনি। ক্রিকেটের তিন ফর্মেটেই তার পারফরমেন্স ছিল একদম সাদামাটা। যে কারনে দল থেও বাদ পড়েন তিনি।
এরপর থেকেই পুনরায় দলে ফেরার চেস্টা করছেন মিরাজ। কিন্তু টিম ম্যানেজমেন্টকে এখ নপর্যন্ত পুরোপুরি সন্তস্ট করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ পুনরায় বাংলাদেশ সফরে আসায় যেন আবারো দলে ফেরার একটা আশা দেখছেন মিরাজ।
মিরাজ আরো বলেন, ‘দেশে কিংবা দেশের বাইরে গত তিন-চারটা সিরিজ আমি ভাল করিনি। যেহেতু প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ তাই আমার একটা সুযোগ থাকবে বলে আমি মনে করছি। এখানে ভাল করতে পারলে পুনরায় দলে জায়গা পেতে একটা ভাল সুযোগ থাকবে বলে মনে করছি। সুতরাং ভাল পারফরমেন্স এবং দেশের জন্য ভাল কিছু করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
কোভিড মহামারি এবং ব্যক্তিগত কারণে শীর্ষ ১২ জন খেলোয়াড় সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় দ্বিতীয় সারির দল নিয়ে এবার বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
তবে ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে মিরাজের কোন মাথা ব্যথা নেই। তিনি বরং সাকিব আল হাসান পুনরায় দলে ফেরাতেই বেশি উচ্ছ্বসিত। তার মতে সিরিজের আগে বাংলাদেশ দল ভাল অবস্থায় আছে।
তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে বিশেষ করে সাকিব আল হাসান ফেরায় বেশি উচ্ছ্বসিত। গত এ বছর যাবত তিনি দলের বাইরে ছিলেন। তবে প্লাস পয়েন্ট হচ্ছে কোভিডের কারণে গত এক বছর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। বাংলাদেশের জন্য এটাও একটা বাড়তি পাওনা। আমি মনে করি আমাদের দলটি ভাল অবস্থায় আছে এবং আশা করছি আসন্ন সিরিজে আমরা ভাল করব।’
