প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে আশরাফুল ইসলাম আশরাফ নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে তলব করেছে আপিল বিভাগ।
আগামী ৮ আগস্ট ওই আইনজীবীকে আদালতের হাজির হতে বলা হয়েছে। সেই সঙ্গে এ সংক্রান্ত পোস্ট অপসারণে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি বৃহস্পতিবার আপিল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, মাই লর্ড একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই। আমাদের একজন বন্ধু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি প্রধান বিচারপতির পদত্যাগ চেয়েছেন।
পরে পোস্টটি আদালতকে পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল। শোনার পর আদালত পোস্টকারী আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেন।