Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

প্রত্যক্ষদর্শীদের ফুটেজে চীনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ 


সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভোকেশনাল স্কুলের বাইরে এক বিরল প্রতিবাদের সময় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশে পুলিশের সাথে বিক্ষোভকারীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই ভোকেশনাল স্কুলে একজন ছাত্র সম্প্রতি মারা গেছে।

রয়টার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর বেশ কয়েকটি ভিডিও থেকে যাচাই করে দেখেছে যে সংঘর্ষটি পুচেং কাউন্টি ভোকেশনাল এডুকেশন সেন্টারের নতুন ক্যাম্পাসে হয়েছিল। ভিডিও থেকে ঘটনার তারিখ নিশ্চিত হওয়া যায়নি।

ফুটেজে দেখা গেছে, রায়ট গিয়ার পরিহিত অবস্থায় কয়েক ডজন পুলিশ অফিসার বিক্ষুব্ধ জনতার কাছ থেকে পিছু হটছে। বিক্ষুব্ধ জনতা তাদের দিকে রড এবং অন্যান্য জিনিস ছুঁড়ছিল।

পুচেং কর্তৃপক্ষ ৫ জানুয়ারি এক বিবৃতিতে জানায়, পুচেং কাউন্টি ভোকেশনাল এডুকেশন সেন্টারের ক্যাম্পাসে একটি বিল্ডিং থেকে পড়ে দাং নামে এক ছাত্রের মৃত্যু হয়।

এই ঘটনায় একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে এবং তাদের দাবী এখানে কোন অপরাধ সংঘটিত হয়নি। ছাত্রের পরিবারকে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তদন্ত দলের বিবৃতি অনুযায়ী, ২ জানুয়ারি ভোর ৩ টায় একজন ছাত্র ডাং কে মৃত অবস্থায় দেখতে পায়।

নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ইন চায়না ৭ জানুয়ারি তাদের এক্স (X)-এর পোস্টে বলেছে, ১৭বছর বয়সী ঐ ছাত্রের মৃত্যুর কারণে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

তারা বলেছে যে মৃত ছাত্রের মৃতদেহে কোন আঘাতজনিত দাগ আছে কিনা তা পরিবারকে পরীক্ষা করতে দেয়া হয়নি এবং নিরাপত্তা ফুটেজ দেখতে চাইলে স্কুলের নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদেরকে জানানো হয়।

পরিবারের দাবি, ছাত্রের মোবাইল ফোন থেকে ছবিও মুছে ফেলা হয়েছে।

চীনে মানবাধিকার সংস্থার বর্ণনা করা বিবরণের সাথে প্রতিবাদটি সম্পর্কিত কিনা তা নিশ্চিত করার জন্য ওয়েইনানের পাবলিক সিকিউরিটি ব্যুরোকে অনুরোধ করা হলে তারা এ বিষয়ে তাৎক্ষনিক কোন জবাব দেয়নি।

রয়টার্স মন্তব্যের জন্য ওয়েনান পুলিশ বা ভোকেশনাল স্কুলের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়