Skip to content

প্রকাশ্যে ‘মুজিব’ সিনেমার একমাত্র গান, নেটবাসী বলছেন ‘অসাধারণ’

প্রকাশ্যে ‘মুজিব’ সিনেমার একমাত্র গান, নেটবাসী বলছেন ‘অসাধারণ’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামী ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সেই লক্ষ্যে বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সংশ্লিষ্টরা।

প্রচারণার অংশ হিসেবে পোস্টার, ট্রেলারের পর এবার প্রকাশ পেল সিনেমায় থাকা একমাত্র গান ‘অচিন মাঝি’। বৃহস্পতিবার রাতে অন্তর্জালে প্রকাশ পায় লোকঘরানার গানটি। প্রকাশ্যে আসতেই গানটির প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। তারা বলছেন, কথা-সুর-কণ্ঠ এবং দৃশ্যের সমন্বয়ে গানটি ‘অসাধারণ’।

গানটির কথা লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। এতে কণ্ঠ দিয়েছেন বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক শান্তনু মৈত্র। গানের কথার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায় থাকা দৃশ্যে। দর্শক বলছেন, গানের ভিডিওচিত্রে বঙ্গবন্ধুরূপে আরিফিন শুভর উপস্থিতি তাদের আবেগাপ্লুত করে তুলেছে।

গানের কমেন্ট বক্সে সাইদুর রহমান নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অসাধারণ একটা গান।’ সানজিদা রহমান সাথী নামে একজন লিখেছেন, ‘গানটা অনেক ভালো লাগছে।’ সুমন চন্দ্র নামে একজন লিখেছেন, ‘ভালো লাগার মতো একটা গান।’ সাকিব আল রিয়াদ নামে একজন লিখেছেন, ‘অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার ভালো লেগেছে অচিন মাঝি সুরটা।’

মীর নাসিমুল ইসলাম লিখেছেন, ‘গানটা নিঃসন্দেহে চমৎকার। বহুল প্রতিক্ষীত এই সিনেমা। এই সিনেমায় আমাদের সারা জাতির আবেগ মিশে আছে। এখন আমি অপেক্ষায় আছি কবে তোমাকে বঙ্গবন্ধু রূপে বড় পর্দায় দেখবো। তোমার জন্য অতল আশীর্বাদ প্রিয় আরেফিন শুভ।’

খ্যাতিমান ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএম/এজে)



বার্তা সূত্র