Skip to content

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার CBI-র নজরে বিজেপি বিধায়ক, চলছে জোর তল্লাশি

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার CBI-র নজরে বিজেপি বিধায়ক, চলছে জোর তল্লাশি
CBI raid at ranaghat municipality ex chairmans house

নজরবন্দি ব্যুরো: রবিবার আচমকা কলকাতা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল সিবিআইয়ের আধিকারিকরা। একদিকে কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিম, অন্যদিকে কামারহাটি পুরসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই থেকে থাকেনি তারা। জেলায় জেলায় পুরপ্রধানদের বাড়িতেও পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। তবে এবার আরও তৎপর সিবিআই। পুর-নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের নজরে বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: সংঘাতের আবহেই তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল, আজই প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

জানা গিয়েছে, সোমবার রানাঘাটের পদ্ম-নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্র মারফৎ জানা যাচ্ছে, নদিয়ার রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের একটি দল। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি নেতার বাড়ি ঘিরে তল্লাশি শুরু হয়েছে। তবে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা তা এখনও জানা যায়নি।

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার CBI-র নজরে বিজেপি বিধায়ক, কতদূর এগাবে তল্লাশি, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছয়। শুধু তাই নয়, রাজ্যের পুরমন্ত্রীর বাড়ি বাইরে দাঁড়িয়ে ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপরেই জানা যায় যে, সিবিআইয়ের আরও একটি দল পৌঁছায় মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। টানা ৮-৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি।

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার CBI-র নজরে বিজেপি বিধায়ক, কতদূর এগাবে তল্লাশি, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। একাধিক নেতা-মন্ত্রীরা বর্তমানে জেল হেফাজতে। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। গত সপ্তাহেই খাদ্যমন্ত্রীশ সহ পুর নিয়োগ দুর্নীতিতে হাফ ডজন পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেও থেমে থাকেনি তদন্তকারী সংস্থা। পুরসভার ভাইস চেয়ারম্যানদের নামের তালিকা চেয়ে নোটিশও পাঠায়। সব মিলিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোর কদমে চলছে তল্লাশি অভিযান। কতদূর এগাবে তল্লাশি? সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার CBI-র নজরে বিজেপি বিধায়ক, কতদূর এগাবে তল্লাশি, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার CBI-র নজরে বিজেপি বিধায়ক, কতদূর এগাবে তল্লাশি, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের

বার্তা সূত্র