Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

পুনরায় চালু হওয়ার পর নটর-ডেমে প্রথম ক্রিসমাস ম্যাস

এই ফটো গ্যালারিতে দেখা যাচ্ছে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর প্যারিসের জনপ্রিয় নটর-ডেম ক্যাথেড্রাল পুনরায় চালু হওয়ার পর সেখানে আয়োজিত প্রথম মধ্যরাতের ম্যাসে অংশ নিতে উপাসকরা সমবেত হয়েছেন। বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪।

প্রার্থনার সময় পুরোহিত হেনরি দে ভিলফ্র্যাঞ্চ বলেন যে ক্যাথেড্রালটি বিশ্বাস, ঐক্য এবং আশার প্রতীক।

৭ ডিসেম্বর প্যারিসের আর্চবিশপ প্রতীকি ভাবে নটর-ডেমের বিশাল কাঠের দরজাগুলিতে তিনবার জোরালো ধাক্কা দিয়ে ক্যাথেড্রালটি জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করে দেন।

২০১৯ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথেড্রালটির ছাদে আগুন লেগে যায়।

ছাদটির অনেক অংশ ধসে পড়ে কিন্তু ঘণ্টাঘর এবং সামনের অংশটি অক্ষত থাকে। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দপ্তর অনুযায়ী, পাঁচ বছরের পুনঃনির্মাণ কাজের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে ৮৪০ মিলিয়ন ইউরো (৮৮৮ মিলিয়ন ডলার) দান করা হয়েছে।


–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়