- অন্য খবর
- পুণেতে ধারের টাকা শোধ করতে না পারায় স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিনিধি, পুণে: বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণেতে এক লজ্জার ঘটনা প্রকাশ্যে এসেছে। ধার নেওয়া ৪০ হাজার টাকা স্বামী শোধ করতে না পারায় টাকা উসুলে অস্ত্রের মুখে স্ত্রীকে ধর্ষণ করলেন পাওনাদার। শুধু তাই নয়, পরে শারীরিক সম্পর্ক তৈরিতে রাজি না হওয়ায় ওই ধর্ষণের ভিডিও ভাইরাল করে দিয়েছে ওই নরপিশাচ। গত ফেব্রুয়ারিতে লজ্জাজনক ঘটনাটি ঘটলেও গত মঙ্গলবার পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ভদ্রমহিলা। অভিযোগ পেয়েই নরপিশাচকে গ্রেফতার করেছে পুলিশ।
পুণের হাদাপসার থানার ইন্সপেক্টর রবীন্দ্র শিলাকে জানিয়েছেন, পূর্ব পরিচয়ের সূত্রে ইমতিয়াজ শেখ নামে এক ব্যাক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ধার করেছিলেন নির্যাতিতা মহিলার স্বামী। কিন্তু সঠিক সময়ে ওই ধার করা অর্থ ফেরত দিতে পারেননি তিনি। অর্থ ফেরত চেয়ে দম্পতিকে লাগাতার হুমকি দিতে থাকেন ইমতিয়াজ। গত ফেব্রুয়ারি মাসে হাদাপসার গভর্নমেন্ট কলোনির এক নির্জন স্থানে দু’জনকে ডেকে পাঠান। নির্যাতিতা এবং তাঁর স্বামী ওই নির্জন জায়গায় পৌঁছনোর পরেই আচমকা একটি ছুরি বের করেন অভিযুক্ত। স্বামীকে খুন করার ভয় দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেন। এমনকি ওই ন্যক্কারজনক ঘটনার দৃশ্য মোবাইল ফোনে তুলে রাখেন। ঘটনার কথা জানাজানি করলে ওই ধর্ষণের ভিডিয়ো ভা্ইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেন।
তার পরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য নির্যাতিতাকে ডেকে পাঠান ইমতিয়াজ। তাতে সাড়া না দিলে ধর্ষণের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেন অভিযুক্ত। শেষ পর্যন্ত সাহস দেখিয়ে মঙ্গলবার থানায় গিয়ে গোটা ঘটনার কথা খুলে বলেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই অভিযুক্ত ইমতিয়াজকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালতে হাজির করা হলে ধৃত নরপিশাচকে দুদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিযেছেন বিচারক।