শ্রীনগর: গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তারপর থেকেই উঠে আসছে একের পর চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানিয়েছে ঘটনার সঙ্গে ৭ লস্কর জঙ্গি যুক্ত রয়েছে। এবার জানা গিয়েছে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় কি কি উপাদান ব্যবহার করা হয়েছিল।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা জওয়ান নিহত হওয়ার ঘটনায় স্টিকি বোমা এবং স্টিল বুলেট ব্যবহার করা হয়েছিল বলেই সূত্র জানিয়েছে। স্টিকি বোমাগুলি যানবাহনের সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইস বা টাইমার দ্বারা বিস্ফোরণের জন্য সেট করেছিল বলেও সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, একটি ফরেনসিক দল আর্মি ট্রাকে ছোড়া ৩৬ রাউন্ড গুলি সহ সমস্ত নমুনা সংগ্রহ করেছে। ট্রাক থেকে দুটি গ্রেনেডের পিনও উদ্ধার করেছে বাহিনী। একজন সেনাকে সরিয়ে নিতে সাহায্যকারী তিনজন প্যারামেডিকের বক্তব্যও রেকর্ড করা হয়েছে। কেরোসিনের বাষ্পও পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। এই হামলায় স্টিলের বুলেটও ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে আরমার-পিয়ার্সিং 7.62 এমএম স্টিল কোর বুলেট চিনে তৈরি। হামলাটি গত বছর কাটরায় ঘটে যাওয়া হামলার মতোই মনে হয়েছে। সেনাবাহিনী, রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান চালচ্ছে। অনুসন্ধান অভিযানের জন্য প্রায় ২ হাজার কমান্ডো মোতায়েন করা হয়েছিল। ইন্টেলিজেন্স ব্যুরো (IB) হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় তদন্ত সংস্থার (NIA) সঙ্গে একটি প্রতিবেদন শেয়ার করেছে। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসী হামলায় দুটি গ্রুপের ৭ সন্ত্রাসী জড়িত ছিল। সূত্র আরো দাবি করেছে যে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীর সন্ত্রাসীরা এই হামলায় জড়িত ছিল।গোয়েন্দা সূত্র জানিয়েছে, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা ওভার-গ্রাউন্ড কর্মীদের সহায়তায় হামলা চালিয়েছে যারা জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সক্রিয় রয়েছে।