Skip to content

পিরোজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলছে। ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই এবং সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম চলবেই’ এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতসমূহ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণঅনশন ও গণঅবস্থান পালন করা হচ্ছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিরোজপুরের বঙ্গবন্ধু চত্বর সিও অফিসের সামনে এই গণঅনশন ও অবস্থানে অংশগ্রহণ করেন জেলা উপজেলা পর্যায়ের নেতারা।

গত নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।

কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদার, সিনিয়র সহসভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহসভাপতি অ্যাডভোকেট রাজশেখর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর হালদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার মাঝি, সাংগঠনিক সম্পাদক বিনয় ভূষণ রায়, যুব ঐক্য পরিষদ সভাপতি শুভজিৎ শিকদার মহিলা ঐক্য পরিষদের সভাপতি অপর্ণা হালদার। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার সভাপতি শিশির কর্মকার, সিনিয়র সহসভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক রত্নেশ্বর কর্মকার রতন, যুব ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ।



বার্তা সূত্র