Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

পার্কিং-এর বিধিনিষেধ’ তুলে নেয়ার দাবিতে সিএনজি চালকদের বিক্ষোভ

ঢাকার মহাখালীতে সিএনজি চালকরা বিক্ষোভ করেছেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাস্তায় নেমে আসেন তারা। এতে মহাখালী ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের তৈরি হয়েছে।

বনানী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রাসেল সরওয়ার বলেন, “দুপুর সাড়ে ১২টায় মহাখালী-বনানী রোডে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। এতে এই ব্যস্ত রাস্তায় যান চলাচল স্থবির হয়ে যায়। পরে মহাখালী বিআরটিএ ভবনের সামনে জড়ো হন তারা।”

সিএনজি চালকরা বলেন, “বিনা কারণে সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা যাবে না। পাশাপাশি পার্কিংয়ের বিধিনিষেধও তুলে নিতে হবে।”

দাবি না মানলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

ওসি রাসেল সরওয়ার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ শেষ হয়। এরপর রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু করে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ২০ নভেম্বর থেকেই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চালিত অটোরিকশা চালকরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে আসছিল।

পরে তাদের দাবি মেনে নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়