শুধু তাই নয়, এই হামলায় ৭৫ থেকে ৯০ জন পাক সেনাকে বন্দি করা হয়েছে বলেও জানিয়েছে TTP। যদিও সন্ত্রাসবাদী সংগঠনের এই দাবি মানতে নারাজ পাক সেনা। তবে হামলায় অন্তত ৪-৫ জন পাক সেনার মৃত্য়ুর খবর স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ।
Pakistan on India vs Bharat Row: পাকিস্তানের নাম বদলে হবে ইন্ডিয়া! এপারে জল্পনার মাঝে সুযোগের অপেক্ষায় ওপার
গত মঙ্গলবার আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার ছিটরাল জেলায় হামলা চালায় TTP। সূত্রের খবর, পাক সেনার অন্তত দু’টি পোস্ট দখল করে তারা। এর পরই ওই এলাকার আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দেয় ইসলামাবাদ। স্থল বাণিজ্য বন্ধ হওয়ায় বিপাকে পড়েন ট্রাক চালকরা। সীমান্তে লম্বা ট্রাকের সারি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
ছিটরাল হামলা নিয়ে শুক্রবার মুখ খোলে TTP। জঙ্গি গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডারের কথায়, “মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ অভিযান শুরু হয়। আমরা একাধিক গ্রাম দখল করে নিয়েছি। খুব দ্রুত গ্রাম দফলের ছবি প্রকাশ করা হবে।” খারাপ ইন্টারনেটের জেরে ভিডিয়ো প্রকাশ করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে TTP।Imran Khan : দেশি ঘি-তে রান্না করা খাসির মাংস! কুলার-বিছানা, জেলে বহাল তবিয়তে ইমরান
অন্যদিকে এই হামলা নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছে পাক সেনা। রাওয়ালপিন্ডির দাবি, জঙ্গিরা কোনও গ্রাম দখল করতে পারেনি। পাক সেনার প্রত্যাঘাতে অন্তত ১০-১২ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। TTP-কে আফগানিস্তানের তালিবান সরকার সমর্থন করছে বলেও অভিযোগ পাকিস্তানের।
গত বছরের নভেম্বরে পাক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে TTP। পাকিস্তানে শরিয়া আইন চালু করতে চায় এই জঙ্গি গোষ্ঠী। বিশেষজ্ঞদের দাবি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ দিয়ে এই ব্যবস্থা চালু করতে চাইছে TTP। চলতি বছরের ৩১ অগাস্টও ছিটরাল জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল।Imran Khan : মধু-খেজুর-পারফিউম-কুলার জেলে, ব্যবস্থায় খুশি ইমরান
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ হয়েছে ডুরান্ড লাইনের মাধ্যমে। ব্রিটিশ ভারতে এই সীমানা নির্ধারণ করা হয়। যা কোনও দিনই মানেনি আফগানিস্তান। ২০২০-তে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। এর পরই সেখানে তালিবান শাসনের সূত্রপাত হয়।
অন্যদিকে তালিবান ক্ষমতায় আসতেই ডুরান্ড লাইন বরাবর কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নয় পাক সরকার। এর জেরে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত বাড়তে থাকে। বিশেষজ্ঞদের দাবি, এর জেরেই TTP-কে সামনে রেখে ছায়া যুদ্ধ শুরু করেছে আফগান তালিবান।