Skip to content

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় জেলা সিবিতে ভোরে এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী সহিংসতার দায় স্বীকার করেনি। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ পাকিস্তানের এই প্রদেশে বিদ্রোহীরা নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে থাকে।

জেলা পুলিশ প্রধান মেহমুদ নোটেনজাই সাংবাদিকদের বলেন, প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী ট্রাকটিকে ধাক্কা দেয়।

আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তারা তাদের মধ্যে কয়েকজনের অবস্থা “গুরুতর” বলে বর্ণনা করেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে পাকিস্তানের কাছ থেকে প্রদেশটির স্বাধীনতা দাবি করে চলেছে। প্রদেশটি তাদের নেতৃত্বে বিদ্রোহের কবলে পড়েছে।

নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালিবান গোষ্ঠীর সাথে যুক্ত জঙ্গিরা আফগানিস্তান ও ইরানের সাথে সীমান্ত প্রদেশেও সক্রিয় রয়েছে।

এই ঘটনা এমন সময় হলো, যখন দুই দেশের “সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি” মোকাবেলায় সহযোগিতা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের সন্ত্রাসবিরোধী ভারপ্রাপ্ত সমন্বয়ক ক্রিস্টোফার ল্যান্ডবার্গ, দেশটির আন্তঃসংস্থা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, “দু’দিনব্যাপী এই সংলাপ উভয় পক্ষকে মত বিনিময় এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার সুযোগ দেবে।“

২০২১ সালের আগস্টে তালিবানের আফগানিস্তান দখলের পর থেকে, পাকিস্তানে সন্ত্রাসী হামলার পুনরুত্থানের প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা