u09aeu09bfu0989u099cu09bfu0995u09cdu09afu09beu09b2 u09b0u09c7u099cu09bfu09aeu09c7u09a8u09cdu099fu09c7u09b0 u09b8u09a6u09b8u09cdu09afu09b0u09be u0997u09beu09a8 u0997u09beu0987u099bu09c7u09a8u0964 u099bu09acu09bf: u09b8u0982u0997u09c3u09b9u09c0u09a4“}”> ২০১৮ সাল। প্রতিবছরের মতো সেবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ জামাল হোসেন হলে আয়োজন করা হয় বার্ষিক নৈশভোজের। উৎসবে মেতে ওঠে পুরো হল। উদ্যাপনমুখর এ রকম আড্ডা শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় থেকে হাঁটতে হাঁটতে হলের দিকে ফিরছিলেন রিদম, পলক ও নিয়ন নামের তিন বন্ধু। হঠাৎ তাঁদের মাথায় আসে, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনোভাবে মিউজিক্যাল ক্লাব আছে। কিন্তু বাকৃবিতে তখন পর্যন্ত সে রকম কোনো মিউজিক্যাল ক্লাবের অস্তিত্ব ছিল না। ফলে দেশের বিভিন্ন স্তরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নানান সংকটে পড়তে হয় শিক্ষার্থীদের। সেদিনের সেই উপলব্ধির অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে একটি সংগীতবিষয়ক ক্লাব। নাম ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্ট’।
শুরুর পর থেকে একের পর এক সংগীতানুষ্ঠান আয়োজন করে আসছে মিউজিক্যাল রেজিমেন্ট। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটরিয়ামে কনসার্টের আয়োজন করে এসেছে মিউজিক্যাল ক্লাবটি। সেই সব কনসার্টের উদ্দেশ্য কখনো হয়েছে বন্যাকবলিত মানুষদের জন্য অর্থ সংগ্রহ, আবার কখনো অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহন। রেজিমেন্টের নিমন্ত্রিত অতিথি হিসেবে সেসব কনসার্টে অংশ নিয়েছিল স্বনামধন্য গানের দল ‘জলের গান’সহ আরও অনেক ব্যান্ড।
বড় বড় কনসার্ট ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছোট পরিসরে বেশ কিছু সংগীতসন্ধ্যার আয়োজন করেছে বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট। অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানেও বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে ক্লাবটি। কনসার্ট বা সংগীতসন্ধ্যার আয়োজন ছাড়াও প্রতি সপ্তাহে রেজিমেন্টের সদস্যরা একত্র হয়ে মেতে ওঠেন গানে, আড্ডায়।
বর্তমানে ৭০ জন সদস্য নিয়ে চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্টের কার্যক্রম। রেজিমেন্টের নিজস্ব কোনো ব্যান্ড বা গানের দল নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত সব ব্যান্ডের সদস্যই রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত আছেন। সদস্যদের মাঝে প্রতিনিয়তই সংগীত বিষয়ে বিভিন্ন তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
প্রতিষ্ঠার পাঁচ বছর পরও বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট সুরের বিকাশে সব সময় সক্রিয় রয়েছে। ক্লাবটি মুখর করে রেখেছে বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।