Skip to content

পরমের ড্রামসের তালে বেসুরো গান অনির্বাণের, ‘একেবারেই জঘন্য’ কটাক্ষ নেটিজেনদের

বিষয়সূচি

২০২০ সালে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ক্রাইম থ্রিলার ছবি দ্বিতীয় পুরুষ। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, প্রমুখকে। এই ছবির স্মৃতি এদিন ফিরল হইচই সিজন ৭ -এর অনুষ্ঠানের মঞ্চে। গানে বাজনায় আসর মাতালেন অনির্বাণ-পরম জুটি।

খোকা আর অভিজিৎ পাকরাশি ওরফে আরেক খোকার সমীকরণ, ইঁদুর বিড়ালের মতো ক্রিমিনাল পুলিশের দৌড় সবই এই ছবিতে ধরা পড়েছিল। এই ছবির শেষ দৃশ্যে অনির্বাণ আর পরমের সেই পরে ভাইরাল হয়ে যাওয়া চুমুর দৃশ্য দেখানো হয়। তিন বছর পর তাঁদের সেই জুটিকে আবারও একসঙ্গে হইচইয়ের মঞ্চে দেখা গেল।

অনির্বাণ-পরমের পারফরমেন্স

এদিন একটি সংবাদ সংস্থা তাঁদের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে জমিয়ে ড্রামস বাজাচ্ছেন পরম। লাল পঞ্জাবি, লাল পাড় দেওয়া সাদা ধুতি পরে তাঁকে জমিয়ে নাচতে নাচতে ড্রাম বাজাতে দেখা যায়। এরপরই মঞ্চে ওঠেন অনির্বাণ। পরমের ড্রামসের তালের সঙ্গে একটু নেচে নিয়ে গান ধরেন তিনি। গেয়ে ওঠেন কালজয়ী কে তুমি নন্দিনী গানটি। কিন্তু সেটা মোটেই চেনা সুরে গাননি, বরং নিজের মতো করে গেয়েছেন।

আরও পড়ুন: জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ, কেন লিখলেন ‘জীবন দিয়ে বুঝেছি’?

আরও পড়ুন: মেয়ের মৃত্যুর পর নতুন শুরু, সারেগামাপার মঞ্চে প্রকাশ্যে এল কাবো-পূজার প্রেম কাহিনি

তবে এদিন কিন্তু অনির্বাণের গানে বেজায় চটেছেন নেটিজেনরা। তিনি গানটি বেসুরে এবং বেতালে গেয়েছেন বলেই দাবি। একদিকে তাঁরা যখন পরমব্রতর প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন তখন অনির্বাণকে রীতিমত তুলোধনা করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘অনির্বাণ গান শুরু করার আগে পর্যন্ত ভালো লাগছিল।’ আরেকজনের মতে, ‘সবেতেই মাতব্বরি না করলেই নয়?’ ‘গানটাকে পুরো শেষ করে দিল’ কটাক্ষ আরেক ব্যক্তির।

প্রসঙ্গত বাইশে শ্রাবণের পর ২০২০ সালে মুক্তি পায় দ্বিতীয় পুরুষ। এই ছবিতে আবারও অভিজিৎ পাকরাশি হয়ে ধরা দেন পরম। তাঁর সঙ্গে রাইমাও ছিলেন। এবার ২০২৩ -এর পুজোয় আসছে বাইশে শ্রাবণের প্রিকুয়েল দশম অবতার। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এখানে অনির্বাণ ছাড়াও আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, জয়া আহসান।

বার্তা সূত্র