ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকায় গাজা ভূখণ্ডে ত্রাণ সরবরাহ শুক্রবার অব্যাহত রয়েছে।
শনিবার আরও জিম্মি ও বন্দি বিনিময়ের আগে এই ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে ।
যুদ্ধবিরতির পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি স্রোতের মতো গাজায় ফিরে এসেছে; এই যুদ্ধবিরতি জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।
হামাস বলেছিল, জিম্মিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে তারা বিলম্ব করবে কারণ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে তাদের পালনীয় শর্ত মানছে না।
হামাসের দাবী, চুক্তির অন্যান্য কথিত লঙ্ঘনের পাশাপাশি পর্যাপ্ত আশ্রয়, চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি ও গাজার ধ্বংসস্তুপ সরাতে ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।
তবে, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি প্রকাশের পর ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে শনিবার যে তিনজন জিম্মিকে মুক্তি দেয়া হবে জঙ্গি গোষ্ঠী হামাস তাদের নাম প্রকাশ করেছে।
এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দেয়া বন্ধ করে দেয় তাহলে যুদ্ধবিরতি হবে না এবং যুদ্ধ চলমান হবে। তিনি আরও বলেন, লড়াই আরও তীব্র হবে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।