সাজু আহমেদ * সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসুচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা শতভাগ প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নীলফামারী। দেশের ১৫০টি উপজেলার মধ্যে নীলফামারীর ছয়টি উপজেলার সবক’টিই যুুুুক্ত হয়েছে সমাজসেবা অধিদপ্তরের এই তালিকায়।
২০২১-২০২২ অর্থবছরে নীলফামারী জেলার চারটি পৌরসভাসহ ৬০টি ইউনিয়নের যোগ্য সুবিধাভোগীরা এই কর্মসুচীর আওতাভুক্ত হবেন। তালিকা প্রণয়নে ইতোমধ্যে অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে। বিধবা ছাড়া বয়স্ক ভাতার ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর হলে এবং মহিলাদের ৬২ হলে আবেদন করতে পারবেন ভাতার জন্য। সমাজসেবা অধিদপ্তর সুত্র জানায়, আগামী ৩১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ভাতা প্রত্যাশীদের। যথাযথ প্রক্রিয়া শেষে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘নগদ’ হিসাব নম্বরের মাধ্যমে ভাতার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে শুরু হয়েছে নানা কর্মসুচী। চালানো হচ্ছে মাইকিং এবং অনলাইনেও চলছে প্রচার-প্রচারণা।
নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল হক প্রামানিক জানান, আমরা ইতোমধ্যে সরকারী এই নির্দেশনা প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাকে জানিয়ে দিয়েছি। সরাসরি আবেদন বা হাতে লিখা আবেদনের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হবে না। এক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এর ব্যতয় হলে ভাতাভোগীর তালিকায় কেউ আসবে না।
নীলফামারী শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন বলেন, অনলাইনে আবেদন না করলে তিনি ভাতাপ্রাপ্ত হবেন না। এছাড়াও ভাতা প্রত্যাশী ব্যাক্তিকে আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব রেজিষ্ট্রেশনকৃত বায়োমেট্রিক সিম ( যে নম্বরে সরকারী কোন সুযোগ সুবিধা পাওয়া হয় না) ব্যবহার করতে হবে। এই সিমটি অবশ্যই যে কোন মোবাইলে সচল রাখতে হবে যাতে পরবর্তীতে যে কোন প্রয়োজনে যোগাযোগ করা যায়।
* সাজু আহমেদ, নীলফামারি থেকে