বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের (ইসি) মদদে নির্বাচনের নামে চক্রান্তের অংশ হিসেবে দুটি ‘অচেনা’ দলকে নিবন্ধন দিয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কতটা নির্লজ্জ… তারা দুটি দলকে নিবন্ধন দিয়েছে। এই দলগুলোকে কেউ চেনে না। কেউ কি তাদের চেনেন? আপনারা কি জানেন কেন তাদের নিবন্ধন দেওয়া হয়েছে? তাদের দ্বারা নির্বাচন নিয়ে একটি খেলা খেলতে চায়। এই খেলা এইবার খেলতে দেওয়া হবে না।’
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা উত্তর মহানগর শাখার গণমিছিলের উদ্বোধনকালে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ এখন তাদের অধিকার রক্ষা, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ।
ফখরুল বলেন, ‘এবার আমাদের লড়াই জীবন রক্ষার জন্য। কোনো ভয়, কোনো জেল বা দমন-পীড়ন এবার আমাদের দমন করতে পারবে না।’
এর আগে বৃহস্পতিবার, ইসি আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নিবন্ধনের অনুমোদন দেয়।
বিবৃতিতে ইসি বলেছে, সর্বসম্মতিক্রমে দল দুটিকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তারা বর্তমান ‘দানব’ সরকারকে পরাজিত করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। ‘আমরা একটি নতুন সংগ্রাম শুরু করেছি। মিছিলের মাধ্যমে আমরা তাদের (সরকার) কাছে একটি বার্তা দিতে চাই যে তোমাদের দিন শেষ।’
ফখরুল সরকারের উদ্দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানান।
অন্যথায় রাজপথে বিষয়টির মিমাংসা করবেন বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
আরও পড়ুন: এক দফা আন্দোলন: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার বিশাল মিছিল
তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও দেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ আমরা ফিরিয়ে আনব। আসুন আমরা এগিয়ে যাই এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং হাসিনার পদত্যাগ নিশ্চিত করার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ আমাদের প্রধান দাবি এবং এই আওয়াজ গণভবন ও বঙ্গভবনে পৌঁছাতে হবে।
ফখরুল অভিযোগ করেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো আওয়ামী লীগ আবারও কৌশল ও ষড়যন্ত্র করে ক্ষমতা ধরে রাখার কথা ভাবছে।
বর্তমান সরকার দেশের সংসদ, প্রশাসনের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, ‘তারা সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগ।’
তিনি আরও দাবি করেন, সরকার দমনমূলক কর্মকাণ্ড এবং বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।
ফখরুল বলেন, ‘এবার কিছুই আমাদের দমাতে পারবে না। আপনারা যতই আমাদের জেলে দিন, অত্যাচার করুন, আমাদের উপর যতই টিয়ারগ্যাস মারেন অথবা লাঠিচার্জ করুন না কেন; গণতন্ত্র ও নিজেদের অধিকার আদায় না করে এবার বাংলাদেশের মানুষ ঘরে ফিরবে না।’
বিকাল সাড়ে ৩টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে তিনি মিছিলের উদ্বোধন করেন এবং শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
চলমান এক দফা আন্দোলনের নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডা ও কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে যথাক্রমে মালিবাগ অভিমুখে পৃথক দুটি মিছিল বের করে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
অন্যদিকে, বেলা ৩টা ৪০ মিনিটে কমলাপুর স্টেডিয়ামের সামনে ঢাকা দক্ষিণ মহানগর শাখার মিছিলের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রতিকূল আবহাওয়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে মিছিলে যোগ দেন।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য: ফখরুল
ভয়-প্রতিহিংসা থেকে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে আ. লীগ: ফখরুল