নজরবন্দি ব্যুরো: সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার মেয়ো রোডের জনসভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পঞ্চায়েত নির্বাচনে নিজের ‘দত্তক’ নেওয়া গ্রামে হেরেছেন! এবার প্রমাণসহ অভিষেককে ‘পেশাদার মিথ্যেবাদী’ ঘোষণা করলেন বালুরঘাটের সাংসদ।
আরও পড়ুন: প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর
আগে জানা যাক, ঠিক কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল সাংসদের বয়ানে, “বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটিকে দত্তক নিয়েছিলেন, সেই গ্রামে নিজের জায়গায় পঞ্চায়েত ভোটে হেরেছে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাব দিলেন সুকান্ত মজুমদার। কী বলছেন সুকান্ত?

এবার সুকান্ত মজুমদার বললেন, “গোটা রাজ্য থেকে ট্রেন বাস ভাড়া করে ছেলেদের জনসভায় নিয়ে গিয়েছে। মিথ্যে কথা বলাটা একটা অভেস্যে পরিণত হয়েছে। ওনার কথামতো পঞ্চায়েতে বালুরঘাটের বিডিও যথেষ্ট চেষ্টা করেছিল। তারপরেও বিজেপিকে হারাতে পারেনি। চক রামপ্রসাদ গ্রামের ৮২ নম্বর বুথের বিজেপি প্রার্থী অমিলা হাঁসদা জিতে গিয়েছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির প্রার্থীও জিতেছেন। ভাটপাড়া পঞ্চায়েতের প্রধান বিজেপি, উপপ্রধানও বিজেপি। এইটুকু খবর রাখেন না উনি। এরপর তো পিসি না থাকলে তো অনাথ হয়ে যাবেন!”
খোকাবাবু কে বাংলা চোর জানতো কালকের পর থেকে থেকে পেশাদার মিথ্যাবাদীও বলবে,চক রামপ্রসাদ গ্রাম যেটি আমার দত্তক নেওয়া ওখানে পঞ্চায়েত সমিতির আসন এবং পঞ্চায়েতের আসন ও ভারতীয় জনতা পার্টি জিতেছে ও পঞ্চায়েত গঠন করেছে,এই ধরণের মিথ্যাচার যতটা হাস্যকর ততটাই ন্যাক্কারজনক @abhishekaitc pic.twitter.com/L9f7TB9nF9
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 29, 2023
একই সঙ্গে সুকান্ত মজুমদার তাঁর গোটা বক্তব্যকে তাঁর নিজের ট্যুইটারে প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, “খোকাবাবুকে বাংলা চোর জানতো কালকের পর থেকে থেকে পেশাদার মিথ্যাবাদীও বলবে, চক রামপ্রসাদ গ্রাম যেটি আমার দত্তক নেওয়া ওখানে পঞ্চায়েত সমিতির আসন এবং পঞ্চায়েতের আসন ও ভারতীয় জনতা পার্টি জিতেছে ও পঞ্চায়েত গঠন করেছে,এই ধরণের মিথ্যাচার যতটা হাস্যকর ততটাই ন্যাক্কারজনক।”

নিজের ‘দত্তক’ নেওয়া গ্রামে হেরেছেন? অভিষেককে ‘পেশাদার মিথ্যেবাদী’ ঘোষণা সুকান্তর
অন্যদিকে, ধূপগুড়ি উপনির্বাচনকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারের ব্যস্ততা চরমে। সোমবার প্রচারেও বেরোন তিনি। পুলওয়ামা হামলায় শহিদ জগন্নাথ রায়ের সহধর্মিনী তাপসী রায়কে প্রার্থী হিসেবে বেছে নিয়ে গেরুয়া শিবির মাস্টারস্ট্রোক দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related