Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

নিউ অরলিন্স’এ গাড়ি হামলায় নিহতদের জন্য শোকপ্রকাশ স্থানীয়দের

নিউ অরলিন্সে নববর্ষের দিন ভয়াবহ গাড়ি হামলায় নিহতদের জন্য গোটা সপ্তাহজুড়ে স্মারক ফুল ও শপথমূলক সারি সারি মোমবাতি রাখা হয়েছে।

পথের ধারে শিল্পকলা প্রদর্শনকারী ও ফুটবল অনুরাগীরা নিউ অরলিন্সের রাস্তায় ফিরে এসেছেন। নববর্ষের দিন ভয়াবহ তাণ্ডবে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন ও শোকপ্রকাশের পাশাপাশি এই শহর ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরছে।

বরবর্ন স্ট্রিটে হামলায় ১৪ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন; কর্মকর্তারা বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর প্রণোদনায় এই হামলা চালানো হয়েছে।

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় গাড়ির চালক শামসুদ-দিন জাব্বারকে প্রাণঘাতি গুলি করা হয়। উল্লেখ্য, সে তার গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেষ্টনী পেরিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল।

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, বিকালের আগেই বরবর্ন স্ট্রিট পুনরায় খুলে দেওয়া হয়েছে। সঙ্গীত, মুক্ত বাতাসে পানভোজন ও উৎসবের আবহের জন্য গোটা বিশ্বে এই স্ট্রিট বিখ্যাত। (এপি)


–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়