Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো নৌশ্রমিকদের ধর্মঘট, অচল নৌবন্দর 

মেঘনা নদীতে এমভি আল–বাখেরার সাত শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদঘাটন ও নৌ–নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো নৌশ্রমিকদের ধর্মঘট চলছে। শনিবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা।

শ্রমিকেরা জানান, নদীপথে ১৬টি পয়েন্টে দীর্ঘদিন যাবৎ ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাওয়া যায়নি।
নৌযানশ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই বলে তাঁরা মনে করেন।

নৌশ্রমিকদের কর্মবিরতির কারণে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজের চলাচল বন্ধ আছে।

এছাড়া নদীর বিভিন্ন স্থানে জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে। এতে অচল হয়ে পড়েছে নৌবন্দর।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও এর সঙ্গে অন্য কারা জড়িত ছিল, সেটা বের করতে প্রশাসনের সঠিক তদন্ত দাবি করছি।”

তিনি বলেন, “সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকদের নিরাপত্তা দাবি করছি। যারা নিহত হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।”

গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচরে এমভি আল–বাখেরা জাহাজ থেকে পাঁচ শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

রক্তাক্ত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নৌশ্রমিক হত্যার বিচার, আসল ঘটনা উদঘাটন ও নিহতদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ পরিবারকে দেওয়াসহ ৮ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও নৌযানশ্রমিকরা।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়