নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরের একটি জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৪ টি রিমোট কন্ট্রোল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে। গতকাল রবিবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান শেষে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান আসাদুজ্জামান একথা জানান।
এর আগে একটি মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার করে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান শেষে জঙ্গি আস্তানা সন্দেহে বন্দর থানার আরেকটি বাড়ি ঘেরাও করার কথা জানানো হয়।
সিটিটিসির কর্মকর্তারা বলেন, প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রাখার পর রবিবার রাত সাড়ে ১০টার দিকে মিয়াবাড়ি এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। সেখান থেকে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে সিটিটিসির সদস্যরা। এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
পরে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সম্পন্ন করে সিটিটিসি ইউনিট। এ অভিযানে চারটি রিমোর্ট কন্ট্রোল, বোমার তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়। গতকাল রবিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কাজীপাড়া এলাকায় অভিযান শেষে এতথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
সিটিটিসি ইউনিট প্রথমে রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখে, সেখানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। সিটিটিসি প্রধান বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে একে একে তিনটি বোমা নিস্ক্রিয় এবং বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।
রাত ২টা ৫০ মিনিটে বন্দর উপজেলার কাজিপাড়ায় অভিযান শুরু করে ৩টা ৩০ মিনিটে সেখানেই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
অভিযান শেষে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আমাদের একটি টিম তিনদিন পূর্বে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে। বারেকের তথ্য মোতাবেক আমাদের একটি টিম রোববার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নাইম জানান, তিনি নব্য জেএমবির সদস্য। তিনি পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় তিনি সপরিবারে থাকতেন। কয়েকদিন পূর্বে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বোমা তৈরির সরঞ্জাম নিয়ে একা একা বোমা তৈরি করছিলেন।
আসাদুজ্জামান আরও বলেন, আমরা কোনো কমপ্লিট বোমা পাইনি। এখানে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি। তিনি জানান, নাঈম নব্য জেএমবির সামরিক সদস্য এবং বোমা তৈরির প্রশিক্ষক ।
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে রবিবার বিকেলে আড়াইহাজারের মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বোমাটি আড়াইহাজারের এ বাড়িতে তৈরি করা হয়েছিল।