Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

নতুন সিনেমার ঘোষণা দিলেন নিশো

 

অভিনেতা আরফান নিশো। ৮ ডিসেম্বর ছিল এ অভিনেতার জন্মদিন। দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরছেন নিশো। জন্মদিন উপলক্ষে ভক্তদের নিজের নতুন সিনেমার কথা জানালেন তিনি। শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ নিয়ে আসছেন এই অভিনেতা। নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত তমা মির্জা। আরো থাকবেন সুনেরাহ বিনতে কামাল।

নতুন সিনেমার ঘোষণা দিয়ে গত রবিবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগী হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগীর সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’

নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন।

এভাবেই নতুন সিনেমা ‘দাগি’র খবর দিলেন নিশো। সেটাও কি না নিজের জন্মদিনেই। এদিন যে নিশো কিছু একটা জানাবেন এ খবর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার ল্যান্ড করতেই এন্ট্রি নিলেন নিশো। চোখজোড়া ঢাকা কালো চশমায়। এরপরই নেমে এলেন তমা মির্জা। সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন তিনিও। সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিলেরও দেখা মিলল এক ঝলক। নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে জানান, ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

তমা মির্জা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। ‘দাগি’র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি গণমাধ্যমকে বলেন, ‘এতটুকু বলতে পারি, দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। ‘দাগি’ সিনেমায় দর্শকরা সেই চেষ্টা দেখতে পারবেন।’

 

বার্তা সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়