Skip to content

নজরুল পরিবারে শোকের ছায়া, প্রয়াত কবির পুত্রবধূ কল্যাণী কাজী :Ldaughter in law of kazi nazrul islam kalyani kazi passed away

daughter in law of kazi nazrul islam kalyani kazi passed away , নজরুল পরিবারে শোকের ছায়া, প্রয়াত কবির পুত্রবধূ কল্যানী কাজী

শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী। এদিন ভোর সাড়ে পাঁচটায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল ইসলামের পুত্র কাজী অনিরুদ্ধর স্ত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮।

শিল্পী কল্যাণী কাজীর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

গত নভেম্বর মাস থেকেই শারীরিক কষ্টে ভুগছিলেন কল্যাণী কাজী। ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। সেই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে দেশপ্রিয় পার্কের কাছে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। তারপর তাঁকে এসএসকেএমএ স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মাল্টিঅর্গান ফেলিওর হয় তাঁর। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিল্পী কল্যাণী কাজী।

শিল্পীর দুই পুত্র ও এক কন্যা বর্তমান। পরিবার সূত্রে খবর, কল্যাণী কাজীর দেহ পাইকপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপর পিস ওয়াল্ডে রাখার হতে পারে। আগামীকাল কন্যা অনিন্দিতা কাজী আমেরিকা থেকে ফিরলে পার্ক সার্কাসে কল্যাণীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।



বার্তা সূত্র