Skip to content

নওগাঁয় নৃত্যাঞ্জলি একাডেমীর কত্থক নৃত্য কর্মশালা

নওগাঁয় নৃত্যাঞ্জলি একাডেমীর কত্থক নৃত্য কর্মশালা

শুদ্ধ নৃত্য চর্চায় নওগাঁয় নৃত্যাঞ্জলি একাডেমীর কত্থক নৃত্য কর্মশালা শুরু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ¦লনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে চারদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার রাশিদুল হক।

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যের ওপর পি.এইচ.ডি অর্জন করা ডঃ মানব পাড়ই। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন নৃত্যাঞ্জলি একাডেমীর উপদেষ্টা ও জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিক ছোটন।

কর্মশালায় অংশ নেওয়া নৃত্যাঞ্জলি একাডেমীর শিক্ষার্থী রিদিলা বলেন, ছোট থেকেই নাচে ক্যারিয়ার গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নৃত্যাঞ্জলি একাডেমীতে সব ধরনের নাচ যত্ন করে শেখানো হয়। নৃত্যের নানান কৌশল রপ্ত করা শিখে এবছর সারাদেশে লোকনৃত্যে প্রথম হয়ে জাতীয় পুরষ্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এবার লক্ষ কত্থক নৃত্যের কৌশল রপ্ত করা। এই প্রশিক্ষণ আমার আগামী জীবনে নৃত্যের ক্যারিয়ার গড়ায় সহায়ক হবে বলে আশা করছি।

সাদিয়া, লাবণ্য, তনু, আদিবা, টিনা নামে নৃত্যাঞ্জলি একাডেমীর কয়েকজন শিক্ষার্থী বলেন, যেকোনো নৃত্যেই কলাকৌশল শিখতে পারলে সেটি আরো সহজতর হয়। সহজভাবে সেটিকে গ্রহন করতে পারলেই ভবিষ্যতে সেই নৃত্যকে ঘিরে ক্যারিয়ার গড়া সম্ভব। তাই কত্থক নৃত্যের কর্মশালায় অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত করার দাবী জানান তাঁরা।

কত্থক নৃত্যের প্রশিক্ষক ডঃ মানব পাড়ই বলেন, বাংলাদেশের কোন ইভেন্টে এই প্রথম এসেছি। তাই এখানকার শিশুদের কত্থক নৃত্যের কলাকৌশল শেখাতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আশা করছি চারদিনের কর্মশালা শেষে নৃত্যাঞ্জলী একাডেমীর শিক্ষার্থীরা শুদ্ধ নৃত্য চর্চার কৌশল রপ্ত করে তাঁদের আগামী দিনগুলোতে সাফল্য অর্জন করবে।

নওগাঁ নৃত্যাঞ্জলি একাডেমীর পরিচালক শহিদুল ইসলাম সেলিম বলেন, ১০ বছর আগে অনেক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে এই একাডেমী প্রতিষ্ঠা করেছিলাম। শুরুতে এটাকে অনেকে সহজভাবে না নিলেও পরবর্তীতে আমার শিক্ষার্থীদের সাফল্যে সবার প্রশংসা পেয়েছি। এখন আমার শিক্ষার্থীরা দেশ-বিদেশের নানান ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী হয়ে ফিরছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির।

তিনি আরও বলেন, একাডেমী প্রতিষ্ঠার পর থেকেই চেষ্টা করেছি নিজেদের অপূর্ণতাকে পূর্ণ করতে, জানতে, শিখতে ও শেখাতে। তারই ধারাবাহিকতায় শিশুদের শুদ্ধ নৃত্য চর্চায় যতটুকু সম্ভব বছরে দু’বার করে কর্মশালার আয়োজন করছি। এখন পর্যন্ত লোকনৃত্য, ভরতনাট্যম ও সাধারন নৃত্যের কর্মশালা আয়োজন করা সম্ভব হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে নিয়মিত এসব কর্মশালার আয়োজন করার ইচ্ছে আছে বলেও জানান তিনি।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বলেন, নওগাঁর শিশু নৃত্যশিল্পীরা এখন সারাদেশেই পরিচিত। দেশ-বিদেশে তাঁদের সুনাম ক্রমাগত বেড়েই চলেছে। এই সুনামের ধারা অব্যাহত রাখতে নৃত্যশিল্পীদের যেকোনো প্রশিক্ষণে আরো বেশী মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক বলেন, এর আগেও জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করার সুবাদে নৃত্যাঞ্জলী একাডেমীর সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। তাঁদের প্রতিটা সাফল্যই নওগাঁর বৃহত্তর অর্জন। তাই নৃত্যশিল্পীদের যেকোনে প্রয়োজনে জেলা পুলিশ পাশে থাকবে।

যাযাদি/ এস



বার্তা সূত্র