Skip to content

ধুনটে প্রাণিসম্পদ কর্মকর্তার অনিয়মের প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন



আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবীর বিরুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে হাঁস ও হাঁস পালনের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মচারিকে চাকরিচ্যুত করার দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদানসহ আজ বুধবার (২১ জুন) দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়।

মানববন্ধনে বগুড়া জেলা আদিবাসী পরিষদের সভাপতি সন্তোষ সিং বাবু, সাধারণ সম্পাদক স্বপন কর্ণিদাস, কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র সিং, আদিবাসী নেতা নিখিল কর্মকার, স্বপন কুমার সিং, সুজন কুমার রাজভর, সাগর কুমার সিংসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আদিবাসী।

ধুনট উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাখান বর্মন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ রায় বাগদী স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গরীব ও অসহায় পরিবারের মাঝে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করার কথা থাকলেও প্রকৃতপক্ষে যারা আদিবাসী জনসাধারণ তারা তা পায়নি।

স্থানীয় আদিবাসী নেতাদের সাথে সমন্বয় না করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনগড়া তালিকা করে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করেছেন। উপজেলা প্রাণিসম্পদ যা করেছেন তা অনিয়ম ও অন্যায়। এই অনিয়মের পিছনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন চৌধুরী বড় ভূমিকা রেখেছেন বলে তারা মনে করেন।

আদিবাসী নেতারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন চৌধুরীকে চাকুরিচ্যুত করে সেই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আহবান জানান। উল্লেখ্য, ১৮ জুন ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৫০ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে ২০টি করে হাঁস ও হাঁস পালনের ১টি করে ঘর বিতরণ করা হয়।

ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী বলেন, ১৫০টি আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। তালিকায় স্থান না পাওয়া ব্যক্তিরা ক্ষুদ্ধ হয়ে মানববন্ধন করতে পারে। আগামীতে আবারও বরাদ্দ পাওয়া গেলে ক্রমান্বয়ে সবাইকে অর্ন্তভুক্ত করা হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, আদিবাসীদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বার্তা সূত্র