u09aeu09beu09b9u09bfu09dfu09be u09aeu09beu09b9u09bf u099bu09acu09bf: u09b6u09beu09aeu099bu09c1u09b2 u09b9u0995 u09b0u09bfu09aau09a8“}”> অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।
সোশ্যাল মিডিয়ায় চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা গেল ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।
u09aeu09beu09b9u09bfu09dfu09be u09aeu09beu09b9u09bf u099bu09acu09bf: u09b6u09beu09aeu099bu09c1u09b2 u09b9u0995 u09b0u09bfu09aau09a8“}”> দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’।
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা।
এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতিমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
u09aeu09beu09b9u09bfu09dfu09be u09aeu09beu09b9u09bf u099bu09acu09bf: u09b6u09beu09aeu099bu09c1u09b2 u09b9u0995 u09b0u09bfu09aau09a8“}”> ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এ বছরের মার্চে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। তাই লম্বা বিরতি নিয়ে শোবিজ থেকে দূরে আছেন। ব্যস্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন।
শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠেই আছেন এই নায়িকা। আগামী নির্বাচনেও চাইবেন আওয়ামী লীগের মনোনয়ন। এ কারণে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি।