Skip to content

দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে

CM Mamata Banerjee will visit Jhargram to attend programme of Tribal Day on August 9 | Sangbad Pratidin

Published by: Sucheta Sengupta |    Posted: August 7, 2023 9:50 am|    Updated: August 7, 2023 9:53 am


ফাইল ছবি।

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ফের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার তিনি পৌঁছবেন ঝাড়গ্রামে (Jhargram)। বুধবার অর্থাৎ ৯ আগস্ট আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া জেলার সরকারি পরিষেবা সংক্রান্ত বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। বুধবারই ফেরার কথা কলকাতায়। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সারা। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আজ শেষ মুহূর্তে সেসব ভালভাবে পরীক্ষা করবেন জেলা পুলিশ ও প্রশাসনিক কর্তারা।

আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস। আর এই দিনটি আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামেই কাটাতে চান মুখ্যমন্ত্রী। সেই কারণে মঙ্গলবার বিকেল নাগাদ তিনি পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। বুধবার আদিবাসী দিবসের (Tribal Day) অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সরকারি পরিষেবাও দেওয়ার কথা তাঁর। খবর নিশ্চিত করেছেন জেলাশাসক সুনীল আগরওয়াল। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠান মঞ্চ থেকে লোধা-শবরদের জন্য সরকারি পরিষেবা প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী নিজে। এছাড়া বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।

[আরও পড়ুন: সব জল্পনার অবসান, বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবররা, ঘোষণা পাকিস্তান সরকারের]

সূত্রের খবর, গ্রামবাংলায় পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়টি সরকারের অগ্রাধিকার। ঝাড়গ্রামে সেই পরিষেবা কতটা এগিয়েছে, তা জানতে মুখ্যমন্ত্রীর সফরের আগে সোমবারই জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব। সেই রিপোর্ট তিনি জানাবেন মুখ্যমন্ত্রীকে। এছাড়া মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের অন্য তাৎপর্যও রয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। আগামী চব্বিশের নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে জঙ্গলমহলের এই জেলায় দলের সংগঠনের জোরও বুঝে নিতে চাইছেন সুপ্রিমো নিজে। উনিশের ভোটে ঝাড়গ্রাম থেকে বিজেপি (BJP) জিতেছিল। সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম। এখন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সেই জনসমর্থন কতটা শাসকদলের দিকে টানা যায়, সেটাই এখন তৃণমূল নেত্রীর নজরে।

[আরও পড়ুন: চাহালের দুরন্ত ওভারেও ঘুরল না ভাগ্যের চাকা, পুরানের চওড়া ব্যাটে ধরাশায়ী টিম ইন্ডিয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



সংবাদ সূত্র