Skip to content

দীর্ঘ ২০ বছর পর অশান্ত মণিপুরে প্রদর্শিত হতে চলেছে হিন্দি সিনেমা

Published by:
https://asiabarta.com/wp-content/uploads/2023/08/দীর্ঘ-২০-বছর-পর-অশান্ত-মণিপুরে-প্রদর্শিত-হতে-চলেছে-হিন্দি.jpg

Sushmita


15th August 2023 2:33 pm

নিজস্ব প্রতিনিধি: মণিপুর কাণ্ডে সরব গোটা দেশ। মাস কয়েক ধরেই মণিপুর উত্তপ্ত, চলছে দুই জাতিগোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর দাঙ্গা। যার মাশুল হিসেবে দুই কুকি মহিলাকে বিবস্ত্র অবস্থায় গোটা গ্রামে প্যারেড করানোর ভিডিও প্রকাশ্যে আসে দিন কয়েক আগেই। মে মাসে ঘটে যাওয়া এই সহিংসতার ভিডিও নিয়ে বর্তমানে সরব গোটা দেশ। সরকারের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ অশান্ত মণিপুরের সবচাইতে ক্ষতিগ্রস্থ চুরাচাঁদপুর জেলার এইচএসএ ক্যাম্পাস, রেংকাইতে প্রায় ২০ বছরে পর প্রদর্শিত হতে চলেছে একটি হিন্দি চলচ্চিত্র। সূত্রের খবর, মণিপুরে দুই দশক পর হিন্দি সিনেমা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আদিবাসী ছাত্রদের সংগঠন হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ)।

এই সংগঠনের একটি বিবৃতি অনুযায়ী, “হমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তুইথাফাই জেএইচকিউ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি হিন্দি চলচ্চিত্র প্রদর্শন করবে। এটি সন্ত্রাসী গোষ্ঠী এবং মণিপুর রাজ্য সরকারের প্রতি আমাদের অবজ্ঞা এবং বিরোধিতা দেখানোর একটি প্রয়াস। যারা কয়েক দশক ধরে আদিবাসীদের পরাধীন করে রেখেছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “২০ টিরও বেশি আদিবাসী মহিলা, নাবালিকা, ২০০৬ সালে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট/কংলেইপাক কমিউনিস্ট পার্টির ক্যাডারদের দ্বারা ধর্ষিতা হয়েছিল। হামার পাহাড়ে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টাকে সমর্থন করার জন্য (এখন ফেরজাউল জেলা) আমরা এই উদ্যোগ নিয়েছি। স্বাধীনতা এবং ন্যায়বিচারের জন্য আমাদের লড়াইয়ে যোগ দিন।”

চুরাচাঁদপুরের স্থানীয় ছাত্র অমরজিৎ সিং একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি খুব খুশি যে আজ একটি হিন্দি সিনেমা প্রদর্শিত হবে। প্রকাশ্যে হিন্দি সিনেমা দেখার সৌভাগ্য আমার কখনও হয়নি। আমি আমার মোবাইল ফোনে শুধুমাত্র হিন্দি ব্লকবাস্টার দেখছি। এটা প্রথমবারের মতো বড় পর্দায় দেখার সুযোগ পাব।” তবে ঠিক কী ছবি প্রদর্শিত হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, মণিপুরে পরিচালিত বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতের মূল ভূখণ্ড থেকে মানুষকে বিচ্ছিন্ন করার প্রয়াসে রাজ্যে হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করেছিল। তাই জঙ্গি সংগঠনের ভয়ে রাজ্যের সিনেমা থিয়েটারগুলিতে বেশিরভাগই ইংরেজি, কোরিয়ান এবং মণিপুরি সিনেমা প্রদর্শিত হত। অবশেষে প্রায় ২০ বছরেরও বেশি সময় পরে মণিপুরে হিন্দি ছবি প্রদর্শিত হতে চলেছে। মণিপুরে প্রদর্শিত শেষ হিন্দি সিনেমাটি ছিল ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’।

More News:

বার্তা সূত্র