Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

বিরামপুরে লক্ষ্যমাত্রার বেশি চাষ হলেও নতুন আলুর দাম চড়া

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাজারে অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় বিরামপুর উপজেলার কৃষকরা এবার লক্ষ্যমাত্রার বেশি জমিতে আলুর আবাদ করেছেন। নতুন আলু বাজারে উঠলে কমার বিপরীতে বেশি দাম হওয়ায় ক্রেতাদের স্বস্তি মিলছে না। আলুর দাম বেশি হওয়ায় লাভের আশায় এবার উপজেলার কৃষকরা সর্বোচ্চ পরিমাণ জমিতে আলু আবাদ করেছেন। অনেকে আগে অন্য ফসল আবাদ করলেও এবার নতুনভাবে আলু চাষ করেছেন।

উপজেলার মোহনপুর গ্রামের সুফিয়া বেগম তার জমিতে আগে আলুর চাষ না করলেও এবার তিন বিঘা জমিতে বীজআলু বপণ করেছেন। একই গ্রামের জয়নাল মেম্বার গত বছর ৫ বিঘা জমিতে আলু চালষ করলেও এবার করেছেন ৮ বিঘায়।

উপজেলার কৃষি বিভাগ জানাচ্ছে, এবার এক হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বশেষ তথ্যমতে চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার অনেক বেশি জমিতে আলুর আবাদ হয়েছে।

আগাম বপণকৃত নতুন আলু বাজারে উঠলেও দাম চড়া। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলু ৬০/৭০ টাকা কেজি দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। লক্ষ্যমাত্রার বেশি জমিতে আবাদের প্রেক্ষিতে আলুর দাম কমার আশা থাকলেও ক্রেতাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার অনেক বেশি জমিতে আলুর চাষ হয়েছে। আগাম চাষকৃত আলু বাজারে উঠতে শুরু করেছে। বাজারে আলুর সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

সূত্র লিংক

পাঠক প্রিয়