
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ এপ্রিল: দণ্ডি কাটা বিতর্কে রাজ্য পুলিশের ডিজি’কে তলব জাতীয় এসটি কমিশনের। তিনদিনের মধ্যে ঘটনার বিবৃতি ও কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট পেশ করবার নির্দেশও দিয়েছে জাতীয় এসটি কমিশন। বুধবার জাতীয় এসটি কমিশনের তরফ থেকে পাঠানো এই চিঠি রাজ্য পুলিশের ডিজির কাছে পৌছাতেই রীতিমতো আলোড়ন শুরু হয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে। এদিকে এই ঘটনা নিয়ে জাতীয় এসটি কমিশনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে গত ৭ এপ্রিল রাতের অন্ধকারে তপনের গোফানগরের চার আদিবাসী মহিলাকে প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কাটান দক্ষিন দিনাজপুরের মহিলা তৃণমূল নেত্রী। যে ভিডিও ভাইরাল হতেই দলের পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তী’কে সরিয়ে দেয় রাজ্য তৃণমূল কংগ্রেস। কিন্তু ঘটনার পর পাঁচদিন পার হয়ে গেলেও তাঁর বিরুদ্ধে কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
এদিকে এই ঘটনা নিয়ে প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাস্তায় নামে আদিবাসী বিভিন্ন সংগঠন। মঙ্গলবার এই ঘটনা নিয়ে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সশস্ত্র আন্দোলন করে আদিবাসী দশটি সংগঠন। যাদের তরফ থেকে জানানো হয় ওই অভিযুক্ত মহিলা নেত্রীর বিরুদ্ধে অবিলম্বে তপশিলি উপজাতি ধারায় মামলা রজু করে পুলিশকে গ্রেফতার করতে হবে। ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রদীপ্তা চক্রবর্তীর গ্রেফতারের দাবিতে সরব হয় বিজেপি থেকে শুরু করে বাম মহিলা সংগঠনও।
আর এরই মাঝে ১০ এপ্রিলের এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তুলে জাতীয় এসটি কমিশন ও দেশের রাষ্ট্রপতিকে চিঠি দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যে চিঠির সাড়া দিয়ে এদিন রাজ্য পুলিশের ডিজিকে তলব করে জাতীয় এসটি কমিশন। আগামী তিনদিনের মধ্যে পুরো ঘটনার বিবৃতি ডিজিকে দেবার নির্দেশও দিয়েছে জাতীয় এসটি কমিশন। ডিজিকে পাঠানো জাতীয় এসটি কমিশনের সেই চিঠি সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে।
বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, জাতীয় এসটি কমিশনের এমন পদক্ষেপ স্বাগত। তিনি আরো বলেন, ডিএমকে অনুরোধ করবো জাতীয় এসটি কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে অবিলম্বে এসসি এসটি আইন লাগু করে এই ঘটনায় দোষীকে গ্রেফতার করা হোক।
জাতীয় এসটি কমিশনের এই নির্দেশে খুশি আদিবাসী যৌথ মঞ্চ। ওই সংগঠনের এক সদস্য রমেশ কিস্কু বলেন, জাতীয় এসটি কমিশনের এই ধরনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন। অবিলম্বে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক।