Tuesday, March 25, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

তেরো বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা


তেরো বছর পর, শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত শহরে ফিরলেন। যখন তিনি তার স্কুলের রাস্তায় হাঁটছিলেন, নস্টালজিয়া তাকে ঘিরে ধরছিল। তবে তিনি উপলব্ধি করছিলেন, সময় কতটা পাল্টেছে, কতটা বদলে গেছে সবকিছু। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, “আজ আমার জন্য একটি খুব আনন্দের দিন। আমি এই দিলেন স্বপ্ন দেখেছি। আজ যখন আমরা এখানে আসার জন্য বিমানে চড়েছি, তখন আমি ঘুমাতে পারিনি, কারণ আমার মনে ছিল শাংলা। শাংলার পাহাড়, ঝরনা, গাছপালা আর মূলত শাংলার মেয়েদের কথাই মনে হচ্ছিল। আজকের এই দিনটি বাস্তবে ঘটছে, কিন্তু আমি এখনও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ইনশাল্লাহ, এই স্বপ্নের মত মুহুর্তটি আমার সাথে সারাজীবন থাকবে। আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। শাংলা একটি সুন্দর জায়গা এবং এখানকার মানুষ অতিথিপরায়ণ এবং পরিশ্রমী।”

২০১২ সালে নারী শিক্ষার পক্ষে কথা বলার জন্য মালালাকে তালিবান গুলি করে। তাকে চিকিৎসার জন্য ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তিনি সেখানেই আছেন।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়