Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের জানাজায় অংশ নেন

ছবিতে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেব এরদোয়ানকে বলুর কার্টালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহতদের জন্য আয়োজিত একটি জানাজায় অংশ নিতে দেখা যাচ্ছে। বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫।

উত্তর-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।

সরকার জানিয়েছে, ৪৫ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য লাশ শনাক্ত করার জন্য ফরেনসিক ডিএনএ পরীক্ষা চলছে।

মোট ২৩৮ জন নিবন্ধিত অতিথিসহ ১২ তলা হোটেলটির রেস্তোরাঁর মেঝেতে সকাল ৩:৩০ টার দিকে আগুন ধরার পর তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

হোটেলের কর্তৃপক্ষ এখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার সম্মুখীন। অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলছেন যে, ঘটনাটি ঘটার সময় তারা কোনো ফায়ার অ্যালার্ম শোনেননি। অন্যান্য অতিথিরা জানান, তারা সম্পূর্ণ অন্ধকারে ধোঁয়াটে করিডোরের মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অন্তত ২০ জন শিশু ছিল।


–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়