Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

তিতুমীর কলেজের আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত

সরকার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থী ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর গত কয়েকদিন ধরে ঢাকার কার্যক্রম বিঘ্নিত করে চলা ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত আসে।

বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তিতুমীর কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ।

তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে তারা আবারও রাস্তায় নামবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সোমবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন কলেজটির শিক্ষার্থীরা।

টানা চার দিন ধরে দিনের বিভিন্ন সময়ে তারা কলেজের সামনের মহাখালী ও গুলশান লিংক রোড অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এবং এরপর সোমবার ঢাকায় রেললাইনে ব্যারিকেড দেয়, এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিঘ্নিত হয়।

দাবি আদায়ে আমরণ অনশনও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের কেউ কেউ।

গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন চালিয়ে আসছে।

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এর আগে রবিবার তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি “যৌক্তিক না” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “একটা কলেজকে হঠাৎ করে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তোলা যৌক্তিক দাবি না।”

রবিবার আবারো ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে অনশন কর্মসূচি চলার ভেতর সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এনিয়ে সাংবাদিকদের কাছে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যদি কর্মসূচি দিতেই হয় এমনভাবে দিক যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা সব দাবি-দাওয়া মানার জন্য এখানে আসিনি।”

মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ একত্রে সাত কলেজ হিসেবে পরিচিত।

এরপর জানুয়ারির শেষ সপ্তাহে আবারো বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

যদিও সরকারের তরফ থেকে সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলা হয়েছে, তবে ঢাকার মহাখালীর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটা অংশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সাত কলেজের দাবিগুলোর মধ্যে আছে- ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল, শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা এবং সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়