সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কি না, সে বিষয়ে দেশের আলেম-ওলামাদের ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২ মার্চ) রাজধানীর ইস্কাটনে অবস্থিত লেডিস ক্লাবে তারেক রহমানের পক্ষ থেকে আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি আহ্বান জানান।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “একজন মুসলমান হিসেবে একটি প্রশ্নই আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে একসঙ্গে পালন করে। এখানে উপস্থিত ওলামা-মাশায়েখগণকে অনুরোধ করব, সারা দেশে আরও অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ রয়েছেন, সবাই মিলে চিন্তা করে দেখতে পারি কি না যে, বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি কি না!”
“বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি না, কোনো উপায় বের করা যায় কি না! এই বিষয়টি আপনাদের চিন্তা করার জন্য অনুরোধ করব,” তিনি বলেন।
ইফতার মাহফিলে ফার্মগেট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৭০-৮০টি এতিম শিশু ও শিক্ষার্থী অংশ নেয়।