ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থা সংকটাপন্ন, তিনি এখন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।
তার চিকিৎসার জন্য বিশেষ একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, শনিবার (৮ মার্চ) এই মেডিকেল বোর্ড অধ্যাপক আরেফিন সিদ্দিকীর পরিবারকে তার পরিস্থিতি সম্পর্কে বলেন এবং সামনের চিকিৎসার একটি রূপরেখা তুলে ধরেন।
চিকিৎসকেরা বলছেন, তার শারীরিক অবস্থা ‘খুবই ঝুঁকিপূর্ণ’।
বিশেষ এই মেডিকেল বোর্ডের ভাষ্যমতে, “আরেফিন সিদ্দিকের মস্তিষ্ক থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না, এখন তার রক্তচাপ, নাড়ি ও গ্লুকোজ লেভেল পর্যবেক্ষণে আছে”।
গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক, সেখান থেকে দ্রুত তাকে বারডেমে নিয়ে যাওয়া হয়, পরে বারডেমের চিকিৎসকরা যথাযথ চিকিৎসার জন্য অধ্যাপক আরেফিনকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে নিয়ে যেতে বলেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে ২০১৭ সালে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।