Skip to content

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ঢাকায় ১৪ জুন শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। এই ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে খেলবে আফগান ক্রিকেট দল।

গত সপ্তাহে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে যোগ করা হয়েছে ফাস্ট বোলার ইব্রাহিম আবদুলরহিমজাই এবং নিজাত মাসুদকে; সেইসঙ্গে, প্রতিশ্রুতিশীল তরুণ লেগ-স্পিনার ইজহারুল হক নাভিদকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আফগান দলে। তাদেরসহ ১৫ সদস্যের এই স্কোয়াডকে শক্তিশালী বলে বিবেচনা করা হচ্ছে।

দলের করিম জানাত, একজন প্রতিভাবান মিডিয়াম-পেস বোলিং অলরাউন্ডার। আহমেদ শাহ আবদালি প্রথম শ্রেণির টুর্নামেন্টে একটি ব্যতিক্রমী অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে দলে তার স্থান নিশ্চিত করেন।সেই টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তারকা স্পিনার রশিদ খান পিঠের ইনজুরির কারণে সফর বাদ দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। দলের দুই নতুন মুখ হলেন শাহাদাত হোসেন দীপু এবং মুসফিক হাসান। শাহাদাত খেলার দীর্ঘ ফরম্যাটে তার ব্যাটিং দক্ষতা দিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হন। অন্যদিকে মুশফিক তার ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে মুগ্ধ করেন নির্বাচকদের।

আফগানিস্তান এবং বাংলাদেশ, উভয় টিমেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছেন না। আফগানিস্তান দলে রশিদ খান নেই; আর, বাংলাদেশ দল তাদের নিয়মিত অধিনায়ক এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামবে। সাকিব আল হাসান চোটের কারণে বাদ পড়েছেন।

এই টেস্ট ম্যাচের পর, আফগানিস্তান দল ফিরে যাবে এবং জুলাই মাসে চট্টগ্রাম ও সিলেটে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ফিরে আসবে।

বাংলাদেশ টেস্টের জন্য আফগানিস্তান স্কোয়াড:

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহকারী অধিনায়ক), আফসার জাজাই (উইকেট কিপার), ইকরাম আলীখাইল (উইকেট কিপার), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ। হামজা হোতাক, ইব্রাহিম আবদুলরহিমজাই, ইয়ামিন আহমদজাই, এবং নিজাত মাসউদ।

সূত্র: ভয়েজ অব আমেরিকা