Skip to content

ডিজিটাল বাংলাদেশ এখন একেবারেই বাস্তবতা : শিক্ষামন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ এখন একেবারেই বাস্তবতা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একসময় আমাদের অনেক বিদ্রূপ শুনতে হয়েছে। বিদ্যুৎ একটু চলে গেলে, আমাদের উদ্দেশে ‘ডিজিটাল বাংলাদেশ’ বলে বিদ্রূপ করা হতো। আগে এসব কথা শুনতে হলেও এখন ডিজিটাল বাংলাদেশ একেবারেই বাস্তবতা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলছে’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

daraz

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের এ এগিয়ে চলা কথা, একটি বইয়ে তুলে ধরা সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব তা এ বইয়ে আছে। আমাদের অর্থনীতি ও অগ্রগতি নিয়ে অনেক তথ্য আছে বইটিতে।

তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্তর্বর্তীমূলক উন্নয়ন সূচকে ২০১৮ সালের র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশ ভারতের চেয়ে ২৮ ধাপ ও পাকিস্তানের চেয়ে ১৩ ধাপ এগিয়ে। প্রবৃদ্ধি উন্নয়ন ও অন্তর্ভুক্তীকরণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে প্রতিবেদন দিয়েছে তারা।

দীপু মনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মূল দায়িত্বটি যিনি পালন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আজ ৫৩তম জন্মদিন। আমি এ মঞ্চ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তিনি আরও বলেন, একজন মানুষ যদি সঠিক সময় সঠিক কাজটি করতে পারে, তা যে কত বড় সাফল্য বয়ে আনতে পারেন, তিনি তার প্রমাণ। ১৭ কোটি মানুষের জীবনে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছেন তিনি এবং বিশাল সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছে এ ডিজিটাল বাংলাদেশ। যোগাযোগখাতে যা ঘটেছে, তাকে বিপ্লব বললেও কম বলা হবে। এক পদ্মা সেতুর কারণে পুরো দক্ষিণাঞ্চলের মানুষ তাদের জীবনটাকে যেভাবে দেখতেন, সেই দেখাটাও বদলে গেছে। এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ। এ ছাড়া আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম।



বার্তা সূত্র