Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন

হোয়াইট হাউসে ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান জো এবং জিল বাইডেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে প্রাক-অভিষেক চা-নাস্তার জন্য হোয়াইট হাউসে স্বাগত জানিয়ছেন।

যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘিরে দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে।

বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে নিয়ে চা-কফির জন্য যাবার আগে ছবির জন্য পোজ দেন।

“ওয়েলকম হোম,” বাইডেন ট্রাম্পকে বলেন যখন পরবর্তী প্রেসিডেন্ট গাড়ি থেকে নামেন। “আপনার বাসায় স্বাগত।”

বাইডেন ট্রাম্পের বাহুতে হাত জড়িয়ে হোয়াইট হাউসের ভেতরে নিয়ে যান।

তার আগে, ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভ্যান্সকে হোয়াইট হাউসে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

হোয়াইট হাউসে যাবার আগে ট্রাম্প এবং ভ্যান্স পরিবারসহ ওয়াশিংটনের সেন্ট জন’স চার্চ-এ প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করেন।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়