Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

টিকটক ভিডিও করায় আমেরিকায় জন্ম নেয়া কিশোরীকে পাকিস্তানে হত্যা

টিকটকে ভিডিও শেয়ার করা বন্ধ করতে অস্বীকার করায় তথাকথিত অনার কিলিং-এ নিজের ১৫ বছর বয়সী মেয়েকে হত্যার সন্দেহভাজন এক পাকিস্তানি ব্যক্তিকে বৃহস্পতিবার কোয়েটার আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় এই গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন আনোয়ার উল-হক প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেন বলে জানান পুলিশ কর্মকর্তা বাবর বালুচ। এর আগে আনোয়ার বলেছিলেন অজ্ঞাত বন্দুকধারীরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে।

বালুচ বলেন, পরিবারটি সম্প্রতি মুসলিম অধ্যুষিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ফিরে এসেছে। প্রায় ২৫ বছর পরিবারটি যুক্তরাষ্ট্রে বসবাস করেছে।

সন্দেহভাজন হামলাকারীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, হক তাকে বলেছেন, হকের মেয়ে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ‘আপত্তিকর’ কনটেন্ট তৈরি করা শুরু করে।

তিনি পুলিশকে বলেন, সে (নিহত বালিকা) পাকিস্তানে ফিরে আসার পরেও প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করতে থাকে। বালুচ বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল সন্দেহভাজনের শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, তারা হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। তারা সন্দেহভাজনের নিজের সাক্ষ্য ব্যতীত হকের ইউএস নাগরিকত্বের প্রমাণ উপস্থাপন করেনি। আমেরিকান দূতাবাসকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছিল কিনা তা বলতে পুলিশ অস্বীকার করেছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স অনুরোধ করলে তার পরিবার সাড়া দিতে রাজি হয়নি।

ইসলামাবাদ প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভাষায় “অশ্লীল কনটেন্ট” নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ইদানীং টিকটক পাকিস্তানের অনুরোধে কিছু কনটেন্ট সরাতে শুরু করেছে।

পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের মতে, পাকিস্তানে প্রতি বছর এক হাজারের বেশি নারী “সম্মানের” ক্ষতির কারণ হওয়ায় সম্প্রদায় বা পরিবারের হাতে নিহত হন।

সম্মানহানির কারণের মধ্যে পালিয়ে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট পোস্ট করা, পুরুষদের সাথে কথা বলা বা নারী সম্পর্কিত রক্ষণশীল মূল্যবোধের বিরুদ্ধে অন্য কোনো লঙ্ঘন জড়িত থাকে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়