Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

টঙ্গীতে তুরাগ নদীর তীরে শুরু হলো প্রথম ধাপ


গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুসল্লির অংশগ্রহণে শুক্রবার (৩১ জানুয়ারি) ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয়েছে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
হজের পর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত এই ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতীয় পণ্ডিত মাওলানা ইব্রাহিম দেওলারের বক্তৃতার মাধ্যমে শুরু হয়।
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানি ইসলামী পণ্ডিত মাওলানা জিয়াউল হক মুসল্লিদের সামনে সাধারণ বক্তৃতা প্রদান করেন এবং বাংলাদেশি তাবলীগ জামাতের নেতা মাওলানা জুবায়ের জুম্মার নামাজ পরিচালনা করেন।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে, ইজতেমা ময়দান এবং এর আশেপাশে হাজার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, যাদের মধ্যে সাদা পোশাকেও সদস্যরা রয়েছে।

এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়