Skip to content

‘ঝুমে জো পাঠান’-এ মাঠের মধ্যেই বিরাটের নাচ, শাহরুখ মুচকি হেসে বললেন…

'ঝুমে জো পাঠান'-এ মাঠের মধ্যেই বিরাটের নাচ, শাহরুখ মুচকি হেসে বললেন…

শাহরুখ খানে ‘পাঠান’ ঝড়ে কাবু গোটা বিশ্ব। যেদিকে কান পাতা যায় চলছে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ কিংবা ‘ঝুমে জো পাঠান’। এদিকে ‘পাঠান’ প্রেমে মজে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াজড বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। খেলার ফাঁকে চুপিসারে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে শুরু করেছিলেন বিরাট। হয়ত ভেবেছিলেন কেউ খেয়াল করবেন না। তবে মাঠের মধ্যে বিরাট ‘ঝুমে জো পাঠান’ গানে নাচবেন, আর কেউ সেটা দেখবেন না, তাও কি হয়? নিমেষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

বিরাট কোহলির ‘ঝুমে জো পাঠান’ গানে নাচের ভিডিয়ো ছড়িয়ে গিয়েছে টুইটারের পাতায়। সেটা আবার এক শাহরুখ অনুরাগী পাঠিয়েছেন কিং খানের কাছে। তা দেখে কী বললেন শাহরুখ? ‘আস্ক শাহরুখ’ সেশনে বিরাটের নাচের ভিডিয়ো দেখিয়ে শাহরুখের মতামত জানতে চেয়েছিলেন এক অনুরাগী। আর তাতেই শাহরুখ মজা করে লেখেন, ‘ওরা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!’

টুইটের উত্তর দেওয়া মাত্রই শাহরুখের মন্তব্যটি প্রায় ৪৪হাজার মানুষ দেখে ফেলেছেন, লাইক করে ৪,২০০ জন। প্রসঙ্গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকার বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। 

বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কিং খানের ‘পাঠান’। মুক্তির তৃতীয় রবিবারে ‘পাঠান’-এর যা কামাইয়ের অঙ্ক তা বহু স্টারের ছবির ওপেনিং ডে’র কালেকশন হয় না! শনিবারের চেয়েও বাড়ল এই স্পাই ফিল্মের কালেকশন। রবিবাসরীয় বক্স অফিস থাকল শাহরুখ-দীপিকাদের একচেটিয়া দখলে। এদিন ১২.৬০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘পাঠান’-এর।

এদিন টুইট বার্তায় তরণ আদর্শ দেশের বক্স অফিসের হাল হাকিকত জানান। তিনি লেখেন, ‘পাঠান এক্কেবারে অপ্রতিরোধ্যা…. সপ্তাহান্তে এই ছবি আবারও কামাল করেদেখালো। তৃতীয় সপ্তাহান্তেও ২৯+ কোটির ব্যবসা। আজ (সোমবার) ৪৭৫ কোটির গণ্ডি পার করে ফেলবে এই ছবি। দ্রুত এগোচ্ছে ৫০০ কোটির দিকে’। পাশাপাশি এই ট্রেড অ্যানালিস্ট আরও জানান, ছবির তামিল ও তেলুগু ডাবড ভার্সন এখনও পর্যন্ত মোট ১৭.২০ কোটির ব্যবসা করেছে। সব মিলিয়ে দেশের বক্স অফিসে পাঠানের কালেকশন ৪৮৯.০৫ কোটি টাকা। সুতরাং ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে খুব বেশি দূরে নেই শাহরুখ-দীপিকারা

এখনও পর্যন্ত ভারতে সব থেকে বেশি টাকা কামানো হিন্দি ছবি ‘বাহুবলী ২’-এর হিন্দি ডাবড ভার্সন। প্রভাস-এস এস রাজামৌলি জুটির এই ছবির আয় ছিল ৫১১ কোটি টাকা। এই গতিতে চলতে থাকলে সেই রেকর্ড ভেঙে দেবেন শাহরুখ। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী সলমন-আমিরের চেয়েও অনেকখানি এগিয়ে যাবে বলিউডের এই খান।

 

বার্তা সূত্র