ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ ১১জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পার।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, কোট চাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মহম্মদ আলীর ছেলে হারুন অর রশিদ সোহাগ (২৪), কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মুস্তাফিজুর রহমান (২২), ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৭৫), সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী (৩২)। এছাড়া নিহত বাস চালক উজ্জ্বলের বাড়ি মাগুরায় বলে জানা গেছে।
এর আগে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে, আহত অবস্থায় কোট চাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মহম্মদ আলীর ছেলে হারুন অর রশিদ সোহাগ (২৪) কে কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে ১২ জনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনকে অন্যত্র রেফার্ড করা হয়। অন্যদের মধ্যে ১জন ছাড়া বাকি সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। যশোর থেকে ‘জেকে পরিবহন’র ওই বাসটি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় পথিমধ্যে কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।