জি -৭ সামিটে যোগ দিতে শুক্রবার দিল্লি থেকে জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর হিসাবে যোগ দিচ্ছেন। মোদী তার এই চার দিনের সফরে প্রায় ৪০ টি অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি তিনি তিনটি দেশ সফর করবেন। এই সময়কালে মোদী ২৪ রাষ্ট্র নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আজ শনিবার যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর।
শুক্রবার থেকে জাপানে শুরু হয়েছে জি -৭ সম্মেলন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জি -৭ তালিকাভুক্ত দেশগুলির মধ্যে পারমাণবিক অস্ত্রে ব্যাবহার কমিয়ে আনার ওপর বিশেষ জোর দিয়েছেন। আর সেখানেই শান্তির আহ্বানে মোদীর অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারের জি -৭ সামিট ভারতের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই বছরই ভারত জি -২০ এর সভাপতিত্ব পেয়েছে।
জি-৭ হল উন্নত দেশগুলির একটি অনানুষ্ঠানিক গ্রুপিং। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র – সাতটি প্রধান শিল্প গণতন্ত্রের নেতারা বৈশ্বিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন।
চলতি G-7 সম্মেলনে ভারতের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ কে। এই বছর জি-৭ সম্মেলন শুরু হচ্ছে ১৯ মে থেকে।
ইতিমধ্যেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করেন প্রধামন্ত্রী মোদী। জাপানের হিরোশিমায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করে এক গুরুত্বপর্ণ বৈঠক করেন দুই দেশের রাষ্ট্র নায়করা। দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
#WATCH | Even today, the world gets frightened when they listen to the word ‘Hiroshima’. I got the opportunity to unveil a bust of Mahatma Gandhi during my visit to Japan for the G7 Summit. Today, the world is suffering from climate change and terrorism…: Prime Minister… pic.twitter.com/w0czusRmvX
— ANI (@ANI) May 20, 2023
আজ শনিবার হিরোশিমায় কোয়াড দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আজকের এই বৈঠকে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান অংশ নেবে। এদিকে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরোশিমায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘আজকের আলোচনায় প্রাথমিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এই বন্ধুত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে’।
পাশাপশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি হিরোশিমার গান্ধী মূর্তি উন্মোচন করেন। জাপানে গান্ধী মূর্তি উন্মোচন করে মোদী বলেন, ‘ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলস পরিশ্রম করে গিয়েছেন গান্ধী। তার আদর্শ আজও তামাম বিশ্ব মেনে চলে। লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় তার মহান এই আদর্শ।